Site icon Daily Dhaka Press

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তামিম

ঢাকা : ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা হওয়ায় তাৎক্ষণিকভাবে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ককে।

সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম। শুরুতে মোহামেডানের স্পোর্টি ক্লাবের অধিনায়ক হিসেবে টসও করেছেন। এরপর হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় তামিমের।

শুরুতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে, হেলিকপ্টারে তোলার মতো অবস্থাও ছিল না। পরে তাৎক্ষণিকভাবে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।

Exit mobile version