Site icon Daily Dhaka Press

দুইবার হার্ট অ্যাটাক তামিমের, পরানো হয়েছে রিং

ঢাকা : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। দ্রুত তাকে পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতির অবনতি হলে দেয়া হয় লাইফ সাপোর্ট। করানো হয়েছে এনজিওগ্রাম। তার হার্টে ব্লক পাওয়া গেছে দুটি। তার একটিতে এরইমধ্যে রিং পড়ানো হয়েছে।

তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল গণমাধ্যমে জানিয়েছেন, এনজিওগ্রাম করানো হয়েছে তামিমের। তার হার্টে ব্লক পাওয়া গেছে দুটি। তবে এখন অবস্থার উন্নতি হচ্ছে।

তামিমকে দ্রুত ঢাকা আনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। বিকেএসপির মাঠে হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল। তামিমের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়।

কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন হেলিকপ্টারে ওঠা ওই অবস্থায় তামিমের স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। তাই এভারকেয়ার হাসপাতালে আনার অপেক্ষা না করে গাড়ীতে করে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেয়া হয় সকাল সাড়ে ১১টা নাগাদ।

তামিম ওই হাসপাতালেই আছেন। তার আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী পৌঁছেছেন। হাসপাতালে।

তামিমের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থ, ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। আপাতত তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

Exit mobile version