শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বহু মানুষ। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্য। টর্নেডোর তাণ্ডবে অনেক বাড়িঘর ও স্থাপনা ধসে পড়েছে, লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ঝড়ের প্রভাব ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, প্রচুর জলীয় বাষ্প, অস্বাভাবিক উষ্ণতা এবং শক্তিশালী বাতাসের কারণে ঝড়ের তীব্রতা আরো বাড়ছে।
আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, ঝড়ের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। আগামী শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত আরকানসাস, টেনেসি ও মিসিসিপিতে আরো একটি টর্নেডো আঘাত হানতে পারে। একইসঙ্গে, টানা ভারি বৃষ্টির কারণে এসব অঙ্গরাজ্য ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে টর্নেডো ও সম্ভাব্য বন্যার কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সূত্র: রয়টার্স
ডেইলি ঢাকা প্রেস/ ০৪ এপ্রিল ২০২৫/ জেডআরসি
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.