Site icon Daily Dhaka Press

সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ, এ যেন সিনেমার দৃশ্য!

শরীয়তপুরের জাজিরায় শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকার এ সংঘর্ষে শতাধিক হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয়।

সংঘর্ষ ও মুহুর্মুহু ককটের বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। আজ সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুপক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছে। সেখানে অনেকের হাতে বালতি ও হেলমেট পরিহিত। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।

এ ব্যাপারে কথা বলার জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। জাজিরা থানার ওসি দুলাল আখন্দ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে কোনো আহতের খবর পাওয়া যায়নি।’

ডেইলি ঢাকা প্রেস/ ০৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Exit mobile version