Site icon Daily Dhaka Press

গোল্ডেন টিউলিপ দ্যা গ্রান্ডমার্ক ঢাকায় বৈশাখী আয়োজন

জীবনশৈলী ডেস্ক:  পহেলা বৈশাখের আনন্দ উদযাপনে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা অতিথিদের জন্য নিয়ে এসেছে ‘বৈশাখী ভুরিভোজ’ নামক এক বিশেষ রন্ধন উৎসব। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে, গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা ১৪ এপ্রিল, ২০২৫ পর্যন্ত হোটেলটির গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে বাঙালি রন্ধনশৈলীর সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় স্বাদ তুলে ধরতে একটি বিশেষভাবে তৈরি বুফের আয়োজন করবে।

বৈশাখ মাসকে আরও আনন্দময় করে তুলতে আমরা নিয়ে এসেছি “বৈশাখী বুফে ব্রাঞ্চ”, যেখানে পরিবার আর বন্ধুদের সাথে একসাথে খাওয়া-দাওয়ার এক দারুণ সুযোগ থাকছে। প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত মাত্র ১৯৯৯ টাকায় (সব খরচ ধরা) আপনারা এই বুফে উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য থাকছে মুখচিত্র অঙ্কন, মেহেদি উৎসব, মজার কটন ক্যান্ডি, বায়োস্কোপ আর দোলনার ব্যবস্থাও।

শুধু তাই নয়, রাতের খাবারের জন্য থাকছে “বৈশাখী ভুরিভোজ” বুফে ডিনার। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এর স্বাদ নিতে পারবেন, যার দাম পড়বে জনপ্রতি ৩৬৯৯ টাকা (সব খরচসহ)। বিশেষ করে যারা নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করেন, তাদের জন্য থাকছে “একটা কিনলে একটা ফ্রি” অফার!

আশা করি, এই বৈশাখে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।

বিশিষ্ট এক্সিকিউটিভ শেফ শহীদুল আলম দারুণ এক মেনু তৈরি করেছেন, যা আমাদের ভোজনরসিক ভাই-বোনদের মন জয় করে নেবে। আপনারা যারা ভোজনরসিক, তাদের জন্য থাকছে লোভনীয় সব খাবারের এক বিশাল আয়োজন:

যারা পহেলা বৈশাখের আনন্দ কিছুটা ভিন্নভাবে উপভোগ করতে চান, তাদের জন্য লবির ক্যাফে ডি টিউলিপে থাকছে জনপ্রিয় স্ট্রিট ফুডের আয়োজন।

গুলশান লেকের পাশে  বনানী এলাকায় অবস্থিত গোল্ডেন টিউলিপ দ্যা গ্র্যান্ডমার্ক ঢাকা আপনাকে বিলাসবহুল সুবিধাদি প্রদান করে, যার মধ্যে রয়েছে:ছাদে খোলা সুইমিং পুল,ফিটনেস সেন্টার,স্পা,আধুনিক সুবিধা সমৃদ্ধ বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ।

Exit mobile version