Site icon Daily Dhaka Press

পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, তদন্তে কমিটি গঠন

ঢাকা : নববর্ষের শোভাযাত্রাকে কেন্দ্র করে তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে—এমনটাই জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে চারুকলা কর্তৃপক্ষ।

শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আগুন লাগার ঘটনার পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলা নববর্ষ ১৪৩২ ও পয়লা বৈশাখ উদ্‌যাপনের অংশ হিসেবে চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একাধিক প্রতীকী মোটিফ তৈরি করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নামের এক প্রতীকী দানবীয় মুখাবয়ব, যা রাখা ছিল চারুকলা অনুষদের দক্ষিণ গেট সংলগ্ন একটি প্যান্ডেলের ভেতর।

কে বা কারা গভীর রাতে সেই মোটিফে আগুন ধরিয়ে দেয়। আগুনে পাশেই রাখা ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিকভাবে পুড়ে যায়।

চারুকলার ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন লাগার সময় আনুমানিক ভোর ৪টা ৫০ মিনিট হবে বলে ধারণা করা হচ্ছে। সে সময় দায়িত্বে থাকা মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ে গিয়েছিলেন, জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সুযোগে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

এবারের নববর্ষ উদ্‌যাপনে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—যার প্রতিফলন ঘটানো হয়েছিল প্রধান মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’-তে। ২০ ফুট উঁচু এই প্রতীকটি বেত ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল, যার মুখাবয়বে ছিল দাঁতাল রূপ, চারটি খাড়া শিং, বড় নাক ও আতঙ্কিত চোখের অভিব্যক্তি। অনেকের মতে, এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি নির্দেশ করে বলে ধারণা করেন অনেকে।

ডেইলি ঢাকা প্রেস /১২ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Exit mobile version