ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বার্সেলোনা একাডেমির সামার সকার ক্যাম্প। গত বছর শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের থেকে ভালো সাড়া পাওয়ায় এবারও ঢাকায় বসতে যাওয়া ক্যাম্পটি হবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র (আইএসডি) আয়োজনে।
বার্সা একাডেমির প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই সামার ক্যাম্পটি আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য শুরু হয়েছে নিবন্ধন। ৭ থেকে ১৭ বছরের ফুটবলাররা এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করা যাবে: https://barcaacademy.fcbarcelona.com/en/card/3660911/dhaka-camp লিংকে।
এবারের ক্যাম্প পরিচালনা করবেন বার্সা কোচ এরিক বেনাভিদেস ও বার্সা কো-অর্ডিনেটর হাভিয়ের তারসা। ক্যাম্পে কতজন অংশ নিতে পারবেন তা নিশ্চিত করা হয়নি। তবে আসন সংখ্যা সীমিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গতবার বার্সা ক্যাম্পে অংশ নেয়া আইএসডি’র গ্রেড-৭-এর শিক্ষার্থী আজান আবদুল্লাহ জানান, গতবারের সামার ক্যাম্পে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তার। অবিশ্বাস্য ড্রিবলিং ও পাসিংয়ের জন্য বার্সেলোনা ফুটবল ক্লাব বেশ পরিচিত। তিনি জানান, এবারো তিনি ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
ডেইলি ঢাকা প্রেস / ১৬ এপ্রিল ২০২৫/ জেডআরসি
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.