Site icon Daily Dhaka Press

ঢাকায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার

ঢাকা : রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান,

ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা মহানগরের ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ডিএমপির ডিবির একটি দল।

ডিবি ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা বাপ্পি রায়হানকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ডিবির আরেকটি দল যুবলীগের নেতা আরিফ হোসেনকে গ্রেফতার কর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ডিবি মতিঝিল বিভাগের একটি দল খিলগাঁও এলাকা থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে। একই দিন ডিবি সাইবারের একটি দল নগরীর শান্তিনগর এলাকা থেকে যুবলীগের নেতা শাহাবুদ্দিনকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ডিবির আরেকটি দল তেজগাঁও এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করে।

শুক্রবার (১৮ এপ্রিল) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আটক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ডেইলি ঢাকা প্রেস/ ১৮ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Exit mobile version