ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে আছেন সালাউদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন। তবে ১৯ সদস্যর এই কমিটি কত বছরের জন্য করা হয়েছে তা উল্লেখ করা নেই। অভিযোগ আছে এই কমিটির বেশিরভাগ সদস্যই আওয়ামী লীগের সুবিধাবাদী ছিলেন।
নতুন কমিটি নিয়ে অভিযোগ জানিয়ে সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাতীয় দলের কোচ কাজী হাসিবুর রহমান শাকিল গণমাধ্যমকে বলেন, ‘নতুন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন ছিলেন স্বৈরাচারের দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নানা রকম সুবিধা নিয়েছে। বিগত ১৫ বছরে ব্যাডমিন্টন জগতে কোন উন্নতির ছোঁয়া লাগেনি, বরং বিভিন্ন খাত দেখিয়ে হয়েছে লুটপাট এবং ক্রমান্বয়ে ধ্বংস হয়েছে ফেডারেশন টি।’
ব্যাডমিন্টন ফেডারেশন নিয়ে শাকিল আরো বলেন, ‘যেই কমিটিটা বিগত ১৫ বছর ধরে লুটেপুটে খেয়েছে নতুন বাংলাদেশে তারাই আবার নতুন কমিটি গঠন করলো। এভাবে চললে এই ফেডারেশনটা ধ্বংস হয়ে যাবে।’
নতুন কমিটিতে স্বাক্ষরকারী জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলামকে একাধিক ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেনি।
এই বিষয়ে জানতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মো. মাহফুজুল আলম ভূঁইয়াকে একাধিক ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ফেডারেশনের অনেক কর্তা ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন আসলে কমিটি এখনো বৈধ কোন কমিটি নয় এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বলা যায় ইচ্ছাকৃতভাবে কেউ প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.