Site icon Daily Dhaka Press

স্কুল-কলেজ কমিটি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজের কমিটিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজীবী রাখতে হবে- এমন নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবীদের মনোনীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি বা বিদোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবী মনোনীত হতে পারবেন।

ডেইলি ঢাকা প্রেস / ২৮ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Exit mobile version