Site icon Daily Dhaka Press

২৪ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলায় ডিইউজের নিন্দা, প্রতিবাদ

ঢাকা : ঢাকায় কর্মরত পেশাদার ২৪ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ঘটনার আট মাস পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এটি স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি হুমকি।

তারা আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ঢালাও মামলা চলতে থাকলে গণমাধ্যমে ভয়ের সংস্কৃতি বাড়বে। এতে পেশাদার সাংবাদিকতার ভবিষ্যত মারাত্মক হুমকির মুখে পড়বে।

নেতৃবৃন্দ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস দেয়া হয়েছে—তদন্ত ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হবে না। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

ডিইউজে মনে করে, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মতো ভয়ানক অপরাধের মামলা দায়ের করা মুক্ত গণমাধ্যমের চর্চার পরিপন্থী। এতে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও তথ্য জানার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা রক্ষা করতে হলে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৪ জন পেশাদার সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডেইলি ঢাকা প্রেস/ ২৮ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Exit mobile version