জাবি প্রতিনিধি :দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ ১ লা মে বৃহস্পতিবার রাত ১২.০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসুর তফসিল ঘোষণা করেন।তিনি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)এর গঠনতন্রের ৮ এর খ. ধারা অনুযায়ী আগামী ৩১ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন -আমরা ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করেছি। জুলাইয়ের বিদ্রোহের সময় হামলায় জড়িত অপরাধীদের বিচারের পর আমরা এ বছর ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তও নিয়েছি।
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
