ঢাকা : তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে আগামী বুধবার (৭ মে) বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
দুই ফরম্যাটের সিরিজকে সামনে রেখে শুক্রবার (০২ মে) বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগামী ১২ মে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ১৪ ও ১৬ মে একই ভেন্যুতে হবে বাকি দুই ওয়ানডে। সাদা বলের সিরিজের তিন দিন পর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী মে শুরু হবে চারদিনের ম্যাচের প্রথমটি।
লাল বলের সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ২৭ মে শুরু হবে প্রথম শ্রেণির এই ম্যাচ। সফর শেষে আগামী ৩১ মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং স্কোয়াড: জর্জ মার্থিনাস, ভ্যান হারডেন (অধিনায়ক), মেকা-এল প্রিন্স, ডিয়ান ফরেস্টে, মোহাম্মদ মানাক, সিজন এনওয়ান্ডা, এঙ্কোবানি হ্যান্ডসাম মোকোয়েনা, রিচার্ড সেলেতসওয়ানে, শেপো ইনোসেন্ট এনটুলি, জিমিলে জুমা, কনর বয়েড, তিয়ান মাইকেল, আন্দিলে ওস্টিন, আন্দিলে চার্লস, রোমাশান-সোমা পিল্লায়, দেওয়ান মারাইস।
ডেইলি ঢাকা প্রেস / ০২ মে ২০২৫/ জেডআরসি
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.