Site icon Daily Dhaka Press

ভারতীয় হামলায় ২৬ বেসামরিক নিহত: পাকিস্তান আইএসপিআর

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

বুধবার (০৭ মে) সকালে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ‘বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় এই ২৬ জন নিহত হয়েছেন।’

এই সামরিক মুখপাত্র বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। সূত্র: ডন

ডেইলি ঢাকা প্রেস/ ০৭ মে ২০২৫/ জেডআরসি

Exit mobile version