ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ শহরে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৯ জন। হতাহতরা সবাই ভারতীয়। খবর এএফপি’র। বুধবার (০৭ মে) একজন স্থানীয় ভারতীয় সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
পুঞ্চের স্থানীয় রাজস্ব কর্মকর্তা আজহার মজিদ শহরের হাসপাতাল থেকে এএফপিকে বলেছেন, ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলিতে ২৯ জন আহত এবং আটজন নিহত হয়েছেন।
এর আগে, পাকিস্তান ভূখণ্ডের ছয়টি অঞ্চলে বুধবার (০৭ মে) রাত ১টার দিকে ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন পাকিস্তানি আহত হন। এ হামলার জবাবে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ার তৈরি একটি এসইউ৩০-এমকেআই এবং একটি মিগ-২৯ রয়েছে।
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
ডেইলি ঢাকা প্রেস/ ০৭ মে ২০২৫/ জেডআরসি
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.