Site icon Daily Dhaka Press

অচলাবস্থার ক্ষেত্রে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে: পাক প্রতিরক্ষামন্ত্রী

ডিডিপি ডেস্ক.  পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অবশ্যই বিদ্যমান। যদি উভয় পক্ষের মধ্যে অচলাবস্থা দেখা দেয় তবে তা ঘটতে পারে।
আজ বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি তারা (ভারত) এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় যেখানে অচলাবস্থার সৃষ্টি হয়, তাহলে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।
তিনি আরও বলেন, যদি তারা (ভারত) এই বিষয়টিকে আরও খারাপ করে তোলে, তাহলে যদি এমন কোনও যুদ্ধের আশঙ্কা দেখা দেয় যেখানে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত থাকে, তাহলে তার দায়ভার ভারতের ওপর বর্তাবে।
Exit mobile version