Site icon Daily Dhaka Press

৬ কোটিতে আইপিএল খেলবেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি আসর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।

এর আগে তিনি নিলাম থেকে দল খুঁজে পাননি। তবে এবার ভারত-পাকিস্তান দ্বন্দের কারণে মাঝ পথে স্থগিত হওয়া আইপিএলে তিনি দল পেয়েছেন।

সামাজিক মাধ্যমে আইপিএল ফ্রেঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিচ্ছে তারা। এর আগেও দলটির হয়ে খেলে এসেছেন মোস্তাফিজ।

এদিকে আইপিএল-এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মোস্তাফিজকে দলে ভেড়াতে ৬ কোটি রুপি খরচ করছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাকি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্কও ভারত ছাড়েন।

বাকি মৌসুমের জন্য আর ভারতে ফিরছেন না এই ব্যাটার। তার পরিবর্তেই আইপিএলের বাকি অংশের জন্য মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি।

Exit mobile version