জাবি প্রতিনিধি: ১৮ মে, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
রবিবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় শতাধিক ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। “পাঁচ দিন পেরিয়ে গেলেও সাম্য হত্যার প্রধান আসামি এখনও গ্রেপ্তার হয়নি। প্রশাসন কখন তাকে গ্রেপ্তার করতে পারবে? অল্প সময়ের মধ্যে প্রধান আসামিদের গ্রেপ্তার করতে হবে।”
তিনি সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও নিরাপত্তার দাবি জানান।
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সাম্য হত্যার সঠিক তদন্ত করতে পারেনি। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।"
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.