ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (১৮ মে) একটি অনুসন্ধান টিম গঠন করে এ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের উচ্চপদস্থ একটি সূত্র।
উপ-পরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত এই টিমের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ, আয়কর নথি ও সম্পদ বিবরণীর তথ্য পর্যালোচনা করে প্রকৃত আর্থিক চিত্র উদঘাটনের।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিভিন্ন অনুসন্ধান প্রক্রিয়াধীন ছিল। এর মধ্যে অন্যতম পূর্বাচলে প্লট জালিয়াতির মামলা। সেই মামলায় দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারে সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ছয়টি অভিযোগপত্র বা চার্জশিট দিয়েছে সংস্থাটি। যা আমলে নিয়েই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
অন্যদিকে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। যদিও ওই তলবের বিপরীতে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা মেলেনি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.