বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ও সঙ্গীতজ্ঞ প্রফেসর রশিদুন্ নবী’র জন্ম ১৯৫৭ সালের পহেলা জানুয়ারি মাগুরা জেলার শালিখা থানার অন্তর্গত দরিখাটো গ্রামে। তার পিতা আবদুস সামাদ ও মাতা সৈয়দা রাবেয়া খাতুন। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাংলা এবং সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে খ্যাতিমান শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ প্রফেসর ড.আবুল হাসান চৌধুরীর তত্বাবধানে ‘নজরুল সঙ্গীত : শিল্পরূপ ও সুর বৈচিত্র বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার সঙ্গীতগুরুদের মধ্যে স্বনামধন্য উস্তাদ ফুল মোহাম্মদ, উস্তাদ নারায়নচন্দ্র বসাক,উস্তাদ সৈয়দ জাকির হোসেন, শেখ লুতফর রহমান,সুধীন দাশ,খালিদ হোসেন ও আবদুল লতিফ অন্যতম। দীর্ঘদিন তিনি নজরুল ইনস্টিটিউটে নজরুল গবেষনায় ব্যস্ত সময় পার করেছেন। সর্বশেষ ত্রিশালে অবস্থিত নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগের অধ্যাপক হিসেবে অবসরে যান। তিনি একাধারে গবেষক, প্রশিক্ষক, শিল্পী,স্বরলিপিকার ও সঙ্গীতজ্ঞ হিসেবে দেশ বিদেশ সুপরিচিত। দেশ ও দেশের বাইরে নান সম্মাননায় ভুষিত হয়েছেন তিনি। সর্বাধিক সংখ্যক অর্থাৎ ৩১৭৪ টি নজরুল সঙ্গীতের সংকলন গ্রন্থ ‘নজরুল সংগীত সংগ্রহ’ এর সম্পাদক তিনি।
নজরুল পদক প্রাপ্তি বিষয়ে ড. রশিদুন নবী জানান, যেকোন প্রাপ্তি আনন্দের। পরিতৃপ্তি ও কাজের উৎসাহ দুটোই বৃদ্ধি করে। শুদ্ধ নজরুল সঙ্গীত চর্চায় আমি কাজ করে গেছি নিরলস এবং এখনো করছি। কি প্রাপ্তি জুটবে সে আশায় নয়। যদিও এখন চারিদিকে দেখি টিভি ইউটিউবে যাদের মুখ বেশি দেখা যায় তাদেরকেই বড় বড় পদ বা সম্মাননা দেয়া হয়। সে হিসেবে আমার মতো নিভৃতচারীকে খুঁজে নজরুল পদক দেয়া হচ্ছে সে আনন্দ তো একটু বেশিই হবে।
সঙ্গীত সাধক ইয়াকুব আলী খান ১৯৫৬ সালের ১০ আগষ্ট টাঙ্গাইল জেলার নাগরপুরের কাজিরপাচুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতমোহে আচ্ছন্ন থাকতেন। তালিকার শীর্ষে থাকতো আব্বাস উদ্দীন ও নজরুল সঙ্গীত। বাবু পূর্ণ চন্দ্র সূত্রধর ছিলেন তার প্রথম সঙ্গীত শিক্ষক। ‘পাটিওয়ালা’ ও ‘কিরানা’ ঘরানার ওপর বিশেষ দখল থাকায় ‘ মিরপুর ঘরানা’ নামে নতুন আঙ্গিকের বাংলা সঙ্গীতের ধরন তিনি চালু করেন। তিনি নজরুল একাডেমি সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান, পরীক্ষক ও প্রশিক্ষক হিসেবে এখনো দায়িত্বরত রয়েছেন।
এবছর গুণী এ দুই সঙ্গীতজ্ঞকে নজরুল পদক দেয়ায় নজরুল বিষয়ক বিভিন্ন সংগঠন সাধুবাদ জানিয়েছে পদক সংশ্লিষ্ট কমিটিকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.