দলের বিপদের সময়ে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। দুই গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টাইন ফরোয়ার্ডের নৈপুণ্যে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ৮৬ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিলেন মেসিরা। আরেকটি হার তখন চোখ রাঙাচ্ছে মায়ামিকে। এমন সময়ে মেসির জাদুতে ঘুরে দাঁড়ানো।
৮৭ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে ফ্রি কিক পায় মায়ামি। মেসি সেই সুযোগ নষ্ট করেননি। তার দুর্দান্ত ফ্রি কিক ফিলাডেলফিয়ার মানবদেয়াল ফাঁকি দিয়ে জড়ায় জালে। গোলরক্ষক অ্যান্ড্রু ভিনসেন্ট রিকের হাতে বল লেগেছিল বটে। তবে ওই পর্যন্তই।
সেই গোলের পর উজ্জীবিত মায়ামি হার এড়ানো গোল পায় যোগ করা পঞ্চম মিনিটে। তেলেসকো সেগোভিয়ার সেই গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
তার আগে ফিলাডেলফিয়ার বিপক্ষে সুবারো পার্কে প্রথমার্ধেই দুই গোল হজম করে বসেছিল মায়ামি। ম্যাচের মাত্র ৭ মিনিটেই ঘরের সমর্থকদের আনন্দে ভাসান কুইন সুলিভান, বাংলাদেশি এই বংশোদ্ভূত মিডফিল্ডারের লাল সবুজ জার্সিতে খেলতে আসারও গুঞ্জন শোনা গিয়েছিল।
এরপরই তাই বারিবোর জোড়া গোল। ৪৪ ও ৭৩ মিনিটে দুই গোল করে ফিলাডেলফিয়াকে জয়ের স্বপ্ন দেখান তিনি। ৬০ মিনিটে মায়ামির হয়ে একটি গোল শোধ দেন তাদেও আলেন্দে।
ড্র করলেও মেজর সকার লিগের (এমএলএস) এ মৌসুমে স্বস্তিতে নেই মায়ামি। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে মেসিরা। তাদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে ফিলাডেলফিয়া।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে মায়ামি জিতেছে তিনটিতে। আর এমএলএসে শেষ ৫ ম্যাচের মধ্যে মেসিরা জিতেছেন মাত্র ১ ম্যাচে, শেষ চার ম্যাচের মধ্যে দুটি হার ও দুটি ড্র।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.