নতুন একটি সিদ্ধান্তের মাধ্যমে ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহকের নামে সর্বোচ্চ সিম নিবন্ধনের সংখ্যা ১৫টি থেকে কমিয়ে ১০টি করা হয়েছে। বিটিআরসির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে।
এ ছাড়া, দেশের আর্থ-সামাজিক বাস্তবতা ও গ্রাহকদের সুবিধা বিবেচনায় সিম নিবন্ধনের সীমা কমানো হয়েছে। এর ফলে, ২৬ লাখ গ্রাহক যারা অতিরিক্ত সিম নিবন্ধন করেছেন, তাদের সিমগুলো বন্ধ করতে হবে।
বর্তমানে বাংলাদেশে সিম নিবন্ধনের জন্য প্রত্যেক গ্রাহকের এনআইডি ব্যবহার করা হয় এবং এখন থেকে প্রতি এনআইডি এর বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করা যাবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.