আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (২৫ মে) বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সোমবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করতে গণমাধ্যমে আরো একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ১১(৪) ধারা এবং ট্রাইব্যুনাল বিধিমালা-২০১০ এর ৪৫ বিধির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে (শেখ হাসিনা) নোটিশ পাঠানো হলেও পূর্বনির্ধারিত তারিখে হাজির হননি এবং কোনো লিখিত জবাবও দেননি।
এই প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের আরো একটি সুযোগ দিয়ে ট্রাইব্যুনাল আগামী ৩ জুন সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে বক্তব্য পেশের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ে হাজির না হলে, অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
অভিযোগের পেছনে রয়েছে একটি ভাইরাল অডিও। যেখানে বলা হয়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। ’ ফরেনসিক পরীক্ষায় এটি শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণিত হওয়ার পর আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই মামলায় প্রসিকিউশন পক্ষের শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আদালতের তিন সদস্যের প্যানেলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদার। আসামিদের অনুপস্থিতিতে ২৫ মে শুনানি অনুষ্ঠিত না হওয়ায় পরবর্তী আদেশের জন্য ৩ জুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এ মামলায় আরো একজন রয়েছেন। তিনি হলেন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল। তাকেও একই তারিখে সশরীরে উপস্থিত থাকার জন্যও বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.