কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইন ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে তিনটি নজরদারি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৭ মে) রাত ১০টা ৪৩ মিনিটে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের সাহেবের আলগা বিওপি এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখতে পান। এর আগে, রাত সাড়ে ৮টায় ওই এলাকায় ভারতের ড্রোন উড়ছিল, পরে ড্রোনগুলো কয়েকবার চক্কর দিয়ে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে চলে যায়।
ড্রোন উড়ানোর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২ এলাকা অতিক্রম করে রাত ১০টা ৪৩ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১ কিলোমিটার ভিতরে সাহেবের আলগা ও ডিগ্রিরচর এলাকার আকাশে ভারতের ৩টি ড্রোন সারিবদ্ধভাবে প্রায় ৫ মিনিট উড়ছিল। এরপর সেগুলো সীমান্তবর্তী ভারতের শিশুমারা বিওপিতে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে রাত সাড়ে ৮টায় তিনটি ড্রোন বাংলাদেশের আকাশে উড়ছিল।
এ ছাড়া ইউপি সদস্য হাবিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের ভেতরে ভারতের তিনটি ড্রোন উড়ছিল। লোকজন আমাকে মোবাইলে জানিয়েছে। পরে বিজিবি কর্তৃপক্ষকে ফোন দিলেও তারা রিসিভ করেননি। তবে সীমান্তে ড্রোন উড়লেও পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুঠোফোনে জানান, সীমান্তে ভারতের ড্রোন উড়ছিল কিনা, আমরা তা জানি না। আমরা বর্তমানে সীমান্তে টহলে আছি।
এর আগে মঙ্গলবার (২৭ মে) রৌমারী সীমান্তের বড়াইবাড়ী সীমান্তে সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়েছিল ভারতের মানকারচর থানাধীন এলাকার কাকড়িপাড়া সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এদিকে ২৭ মে ভোরে ভারতীয় আসাম রাজ্যের উত্তর আসামের মুসলিম পাঁচ নারী ও নয় পুরুষসহ ১৪ জন নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেছিল বিএসএফ।
এ ঘটনায় সীমান্তে বিএসএফ-বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুশইন হওয়া ১৪ নাগরিককে বড়াইবাড়ী ক্যাম্পে নেয়া হয়েছে বলে জানান ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.