Site icon Daily Dhaka Press

আমাকে পদত্যাগের কথা বলা হয়নি-ফারুক

ক্রীড়ঙ্গন প্রতিবেদক: বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার, এর রেশ ধরেই গত রাত থেকেই জল্পনা-কল্পনা চলছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। বৃহস্পতিবার সকাল হতে না হতেই ক্রিকেট পাড়ায় চাউর হয়ে গেছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি প্রধানের চেয়ারে বসানোর কথা ভাবা হচ্ছে এবং ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে পদত্যাগের কথা বলেছেন।
এর মধ্যে শোনা যায়, বিসিবির দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়ে বিসিবিতে আসতে রাজিও আছেন তিনি। তবে সেক্ষেত্রে আগে ফারুককে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাকে সরিয়ে দেওয়া হলে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ রয়েছে।
হঠাৎ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াই বা কেন ফারুক আহমেদকে সরানোর কথা বলছেন?মূলতঃ কিছুদিন আগে তাকে নিয়ে খানিক বির্বতকর ঘটনার অবতারণা হয়েছে। বিসিবির ফিক্সড ডিপোজিট এক ব্যাংক থেকে সরিয়ে অন্য ব্যাংকে বাড়তি ‘ইন্টারেস্টে’ রাখার সিদ্ধান্ত নিয়ে ফারুক আহমেদ খানিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন। তার বিপক্ষে অর্থ আত্মসাতের কোনো অভিযোগ কেউ করেননি। তবে, অভিযোগ উঠেছে বোর্ডের সবার সাথে কথা না বলে ফিক্সড ডিপোজিট সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কিন্তু এর বাইরে বিসিবি সভাপতি হিসেবে ফারুকের দক্ষতা, সময় দেয়া এবং নানা কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত থাকা ও সভাপতি হিসেবে বোর্ডের কাজে গতিশীলতা আনার চেষ্টা নিয়ে বড় কোন অভিযোগ নেই।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে,বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন কী কারণে পদত্যাগ করবেন সেটি তিনি খুঁজে পাচ্ছেন না। আরও জানিয়েছেন, তাকে পদত্যাগ করতেও বলা হয়নি। ফারুক আহমেদ কি গায়ে কালো দাগ নিয়ে সরে যেতে রাজি হবেন? এ প্রশ্ন কোটি ক্রিকেট অনুরাগির।

Exit mobile version