
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একযোগে ২৫৩ জন বিচারককে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান। আদেশ অনুযায়ী, বদলি হওয়া ২৫৩ জন বিচারক দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ও যুগ্ম জেলা জজ আদালতে কর্মরত ছিলেন। বদলির মাধ্যমে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।
অন্যদিকে, পদোন্নতি পাওয়া ১২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে উন্নীত করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আইন মন্ত্রণালয় সূত্র জানায়, বিচার বিভাগে কর্মদক্ষতা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পদক্ষেপ বিচারকদের অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের মাধ্যমে বিচার ব্যবস্থার সুষ্ঠু ও দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।