Site icon Daily Dhaka Press

লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা

চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থবোধ করলে তানিনকে দ্রুত আফতাবনগরের একটি ক্লিনিকে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হয়, যেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে স্থানান্তর করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। তানিন সুবহার ভাই রমিম জানান, ‘‘হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়।’’

তানিন সুবহার মা তাসলিমা বেগম দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসে।”

প্রসঙ্গত, বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্র দিয়ে। পরবর্তীতে নাটক এবং সিনেমায় অভিনয় শুরু করেন।

‘মাটির পরী’ ও ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেন। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Exit mobile version