Site icon Daily Dhaka Press

চ্যাম্পিয়নস লিগ জিতে মেসি-নেইমারদের ধন্যবাদ দিলেন পিএসজি সভাপতি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাজমুকুট এবার উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মাথায়। মিউনিখে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের দল।

ইতিহাস রচনা করে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে ক্লাবের সাবেক তারকাদের প্রতি।

ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,’আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই—হোক সেটা হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ইব্রাহিমোভিচ, কাভানি, ডি মারিয়া কিংবা থিয়াগো মোট্টা। এমনকি নেইমার, মেসি ও এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন। তারা ইতিহাস গড়েনি ঠিকই, কিন্তু ইতিহাস গড়ার ভিতটা গড়েছিলেন তাঁরাই। আমরা কখনোই তাদের অবদান ভুলব না।’

পিএসজি যে এখন নতুন এক দৃষ্টিভঙ্গি ও কৌশলের পথে হাঁটছে, সেটাও স্পষ্ট করে দেন খেলাইফি। ‘হ্যাঁ, আমরা এখন আর বড় নাম কিনি না। আমরা এমন খেলোয়াড় খুঁজি, যারা ক্লাবের জন্য নিঃস্বার্থভাবে খেলবে। এখন তারকারা দলের জন্য খেলছে, দল তারকাদের জন্য নয়—এটাই পার্থক্য,’ বলেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে এবারের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির উসমান ডেম্বেলে এবং সেরা উদীয়মান খেলোয়াড় দেজিরে দুয়ে। নিজ দলের তরুণদের ওপর পুরো আস্থা আছে পিএসজি প্রেসিডেন্টের। তিনি বলেন,’পুরো প্রতিযোগিতায় পিএসজির সাতজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। আমরা শুধু ভবিষ্যতের কথা বলছি না, আমরা ভবিষ্যত তৈরি করছি।’

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পিএসজির চোখ এবার ক্লাব বিশ্বকাপে। আসন্ন জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা।

Exit mobile version