Site icon Daily Dhaka Press

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো হাজি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার (৪ জুন) ভোর থেকে সৌদি আরবের মক্কায় অবস্থানরত লাখো হজযাত্রী মিনায় পৌঁছেছেন। এর মধ্যে দিয়েই হজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বুধবার (৪ জুন) দিনভর তারা মিনায় গিয়ে অবস্থান নেবেন। বৃহস্পতিবার সবাই যাবেন আরাফাতের ময়দানে।

ইসলাম ধর্ম অনুযায়ী, ৮ জিলহজ জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছে রাতযাপন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। এই সময়ে হাজিরা নামাজ, কোরআন তিলাওয়াত, তালবিয়া ও জিকির-আজকারে মগ্ন থাকেন।

ইসলামী স্কলারদের মতে, মিনায় অবস্থানের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো উচিত। অপ্রয়োজনীয় গল্পগুজব থেকে বিরত থাকাও জরুরি।

বৃহস্পতিবার ৯ জিলহজ, আরাফার দিন। এই দিনকে হজের মূল দিন হিসেবে গণ্য করা হয়। একটি সহিহ হাদিসে (নাসায়ি: ৩০৪৪) বলা হয়েছে, “আরাফার ময়দানে অবস্থান করাই হজ।”

এদিন সকালে মিনা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। গোটা ময়দান প্রতিধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে।

আরাফার ময়দান থেকে ফেরার পথে হাজিরা মুজদালিফায় রাতযাপন করবেন। সেখান থেকে ফিরে মিনায় কংকর নিক্ষেপ (রমি), কোরবানি, মাথা মুণ্ডন এবং পবিত্র কাবা শরিফে তাওয়াফের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

চলতি বছর বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করছেন। এর মধ্যে ১৪ লাখ ৭০ হাজারের বেশি এসেছেন সৌদি আরবের বাইরে থেকে। এ বছর হজের খুতবা ২০টিরও বেশি ভাষায় অনুবাদ করা হবে, যার মধ্যে বাংলাও রয়েছে।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ সফল করতে ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। চিকিৎসা সুবিধা দিতে মাঠে রয়েছে চিকিৎসা দল ও শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও বিশ্রাম কেন্দ্র।

হজ বিষয়ক যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মুখপাত্র সাদ আল-শানবারি জানিয়েছেন, মক্কা, মদিনা এবং পবিত্র স্থানগুলোতে ৯৯ শতাংশ ফোরজি ও ফাইভজি কভারেজ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের জন্য ১০ হাজার ৫০০ ওয়াইফাই পয়েন্ট স্থাপন করা হয়েছে, বাড়ানো হয়েছে ইন্টারনেটের গতি।

সৌদি প্রশাসনের এক মুখপাত্র বলেন, ‘আমরা এবারের হজ ব্যবস্থাপনাকে সাফল্যের নতুন এক মানদণ্ডে নিয়ে যেতে চাই।’ হজের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, যাতায়াত এবং যোগাযোগব্যবস্থা সবদিক থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

Exit mobile version