Site icon Daily Dhaka Press

আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ড.মুহাম্মদ ইউনূস

ডিডিপি ডেস্ক: আগামীকাল (৭জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‌‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।’
বাংলাদেশ টেলিভিশন ভাষানটি সরাসরি সম্প্রচার করবে।

Exit mobile version