Site icon Daily Dhaka Press

গাজার উদ্দেশ্যে ত্রানবাহী জাহাজ আটকে দিল ইসরাইল

ডিডিপি ডেস্ক : ইসরাইলে আগ্রাসনে চরম খাদ্য সংকটে পড়েছে ফিলিস্তিনের গাজাবাসী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য ফিলিস্তিনিপন্থি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজের ১২ জন ক্রুদের সবাইকে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েল। এখন এর ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যখন জাহাজটিকে থামানো হয় তখন এটি গাজা উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) দূরে ছিল। এতে গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা ছিল, যারা ইসরায়েলের অবরোধের কারণে চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে, যা আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা শিথিল হলেও এখনো ব্যাপকভাবে কার্যকর রয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

‘ম্যাডলিন’ গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে। এর ঠিক এক মাস আগে গাজাগামী আরেকটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Exit mobile version