Site icon Daily Dhaka Press

অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

সরকারি অনুদানপ্রাপ্ত ‘মায়া’ সিনেমার কাজ তিন বছরেও শুরু না হওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। এবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে তিনি নিজ উদ্যোগে সরকারকে ফেরত দিলেন অনুদানের পুরো অর্থ।

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমার জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন শাকিব খান। তবে ব্যক্তিগত কারণে সিনেমার কাজ শুরু না হওয়ায় অনুদান বাতিলের দাবি ওঠে নানা মহল থেকে। বিষয়টি নিয়ে সম্প্রতি শাকিব খানকে একটি চিঠিও পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা গণমাধ্যমকে জানিয়েছেন, “নায়ক শাকিব খানকে ১২ মে একটি চিঠি পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ শুরু না হওয়ায় তাকে যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বৃদ্ধির আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি সে পথে না গিয়ে নিজের উদ্যোগেই পুরো টাকাটা ফেরত দিয়েছেন।”

‘মায়া’ পরিচালনার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলনের পর থেকে সিনেমাটির আর কোনো দৃশ্যধারণ হয়নি। সে অর্থে এটি এখন বাতিলপ্রায় প্রকল্প।

সচিব আরও জানান, শুধু শাকিব খান নন, আরও কিছু প্রযোজক অনুদান ফেরত দিয়েছেন। “যারা নির্ধারিত সময়ে সিনেমার কাজ শুরু বা শেষ করতে পারেননি, তাদের বারবার চিঠি দেওয়া হচ্ছে। কেউ কেউ ইতোমধ্যেই অর্থ ফেরত দিয়েছেন। যারা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে,” বলেন তিনি।

সরকার প্রতি বছরই দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কিছু সিনেমাকে অনুদান দিয়ে থাকে। তবে বহু ক্ষেত্রেই দেখা যায়, অনুদান পাওয়া প্রযোজক-পরিচালকরা সময়মতো কাজ শুরু করেন না কিংবা সিনেমা অসমাপ্ত রেখে দেন। এতে প্রশ্ন ওঠে পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।

Exit mobile version