Site icon Daily Dhaka Press

দ্বিশতক পেল না শান্ত, ৩০০ পেরোল বাংলাদেশ

দিনের শুরুতেই ৩০০ পেরিয়ে গেল বাংলাদেশ। তবে আবারও ব্যাট উঁচিয়ে উদযাপন করা হলো না নাজমুল হোসেন শান্তর। দ্বিশতকের আশা জাগিয়েও ১৪৮ রানে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

১৩৬ রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন শান্ত। আগের দিন তার কাছে ডাবল সেঞ্চুরির প্রত্যাশা করেছিলেন মুশফিকুর রহিম। তবে সতীর্থের প্রত্যাশা পূরণ করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার।

শান্তর টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রান ১৬৩, সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে পালেকেল্লেতে। তবে আরেকটু ধৈর্য উইকেটে টিকে থাকতে পারলে প্রথম দ্বিশতক পাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু দিনের সপ্তম ওভারের প্রথম বলে পেসার আশিথা ফার্নান্দোর দ্বিতীয় শিকার হয়ে ফিরলেন সাজঘরে। আউটসাইড অফে শান্তর ক্যাচ তালুবন্দী করেন বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস।

তবে বাংলাদেশের আশার কথা, এখনো উইকেটে আছেন মুশফিক। ১০৫ রানে দিন শুরু করেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটরক্ষক লিটন দাস (১)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩১৩ রান করেছে বাংলাদেশ। ১১৩ রানে অপরাজিত আছেন মুশফিক।

বাংলাদেশ প্রথম দিন শেষ করেছিল ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা। সেখান থেকে মুশফিক ও শান্তর জুটিতে স্বস্তিতে দিন পার। চতুর্থ উইকেটে দুজনের ৪৮০ বলে ২৬৪ রানের সেই জুটি ভাঙল বুধবার সকালে।

Exit mobile version