Site icon Daily Dhaka Press

গিলক্রিস্টকে ছাড়িয়ে মুশফিকের নতুন ইতিহাস

গল টেস্টে আরও একবার ব্যাট হাতে নিজের জাত চেনালেন মুশফিকুর রহিম। একইসঙ্গে গড়েছেন এক অনন্য রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং না করা ব্যাটারদের তালিকায় সবচেয়ে বেশি রানের মালিক এখন মুশফিক।

দ্বিতীয় দিনের খেলা চলাকালে ব্যক্তিগত ইনিংসে ১১২ রানে পৌঁছাতেই তিনি পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে। গিলক্রিস্ট আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯৬ ম্যাচে করেছিলেন ১৫,৪৬১ রান। আর গল টেস্টে তাকে ছাড়িয়ে যান মুশফিক।

এমন কীর্তির দিনে দলের ইনিংসেও বড় অবদান রেখে যাচ্ছেন মুশফিক। শান্তর সঙ্গে গড়েছেন ২৬৪ রানের দারুণ জুটি। শান্ত ১৪৮ রানে বিদায় নিলেও মুশফিক ছিলেন অবিচল। এরপর লিটন দাসকে নিয়ে গড়েন ১১১ রানের আরেকটি শক্তিশালী জুটি।

ছয় নম্বরে ব্যাট করে দেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি এবং এবার গিলক্রিস্টকে ছাড়িয়ে এই নতুন রেকর্ড—সব মিলিয়ে মুশফিকের ক্যারিয়ার যেন পা রাখছে এক নতুন উচ্চতায়। দায়িত্বশীল ব্যাটিং, টেম্পারমেন্ট ও ধারাবাহিকতায় তিনি আবারও প্রমাণ করলেন, কেন তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারদের একজন।

Exit mobile version