ইরান এবং ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। এই তৎপরতা বড় কারণ ইরান-ইসরায়েল উভয়েই নিজেদের আকাশসীমা বন্ধ।
বিবিসির প্রতিবেদন অনুসারে , ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান থেকে প্রায় ১ হাজার ৫০০ এবং ইসরায়েল থেকে ১ হাজার ২০০ জন নাগরিককে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত তাদেরকে সবাইকে সাইপ্রাসে রাখা হবে।
এদিকে আলজাজিরা এর প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার (১৯ জুন) প্রথম নিজেদের দূতাবাস বন্ধ করে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উওং এক বিবৃতিতে বলেন, তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসে দেশটির যত নাগরিক কর্মরত আছেন তাদের সবাইকে ফেরত আনা হবে।
তবে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সেখানেই থাকবেন। তার কাজ হবে এই সংঘাতে অস্ট্রেলিয়ার অবস্থান ও বক্তব্য তুলে ধরা। উওং আরও বলেছিলেন, এই দূতাবাস বন্ধ সাময়িক। পরিস্থিতি শান্ত হলে ফের দূতাবাস খুলে দেওয়া হবে।
চীন এ পর্যন্ত ইরান থেকে ১ হাজার ৬০০ জন এবং ইসরায়েল থেকে বেশ কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আপাতত এই নাগরিকদের আজারবাইজান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আর্মেনিয়া এবং ইরাকে রাখা হবে।
ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। যারা যোগাযোগ করেছেন, তাদেরকে আপাতত আর্মেনিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে, তারপর সেখান থেকে ভারতগামী ফ্লাইট ধরবেন তারা।
নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে দুটি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এই বিমান দু’টি আপাতত আফ্রিকার দেশ জিবুতিতে অবস্থান করবে। তারপর সেখান থেকে ইরান এবং ইসরায়েলে গিয়ে জাপানি নাগরিকদের তুলে নেবে।
জাপান সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলে প্রায় ১ হাজার এবং ইরানে ২৮০ জন জাপানি অবস্থান করছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.