Site icon Daily Dhaka Press

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ: মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

একটি চরমপন্থী জঙ্গিগোষ্ঠীর সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল শুক্রবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছেন।

সাইফুদ্দিন জানান, পুলিশ ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহরে তিন ধাপে পরিকল্পিত নিরাপত্তা অভিযান শুরু করে। স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এই পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুতে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি ১৬ জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে—তাঁদের এই চরমপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ শাখার গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযানে উঠে এসেছে, এই গ্রেপ্তার ব্যক্তিরা ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ ভিত্তিক চরমপন্থী বিশ্বাস মালয়েশিয়ায় প্রবেশ করিয়েছে।

সাইফুদ্দিন জোর দিয়ে বলেন, মালয়েশিয়া কখনও কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় বা ষড়যন্ত্রের কেন্দ্র হতে দেবে না।

Exit mobile version