Site icon Daily Dhaka Press

প্রশংসিত আদর সাহার ‘নিরব ঘাতক অনলাইন জুয়া-২’

আনন্দলোক প্রতিবেদক: মডেল-অভিনেতা আদর সাহা বেশ কয়েকবছর ধরে সাহসিকতার সাথে দেশের ফ্যাশান ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন। নামি-দামি ব্রান্ডের ফটোশুট থেকে শুরু করে কাজ করেছেন দেশের স্বনামধন্য সব দৈনিক প্রত্রিকার মডেল হিসাবে,হেটেছেন বিভিন্ন র‍্যাম্প শো তে। মোঃ মিলন,কাজীশুভ এর মত সংগীত শিল্পীর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন।

সম্প্রতি তার নামের সাথে অভিনেতা কথাটি যুক্ত হয়েছে। তার অভিনীত নীরব ঘাতক অনলাইন জুয়া-২ শর্টফ্লিমটি এম টি ড্রামা এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে,এটা পরিচালনা করেছেন হোসাইন ইসলাম। শর্টফ্লিমটি মুক্তির পর থেকে সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিচিত জনেরা তার অভিনয়ের প্রসংশা করছেন,এ বিষয়ে আদর সাহার সাথে কথা হলে তিনি বলেন,নীরব ঘাতক অনলাইন জুয়া-২ শর্টফ্লিমটি একটা সচেতনতামূলক শর্টফ্লিম এটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে জুয়া একটা মানুষকে ধংসের দিকে ঠেলে দেয়,তিনি আরো বলেন আমি অভিনয় শিখছি আর চেষ্টা করেছি মাত্র তারপরও কাজটি আপনাদের ভালো লাগছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনারা সব সময় আমাকে আপনাদের শুভকামনায় রাখবেন যেন আমি আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।

Exit mobile version