Site icon Daily Dhaka Press

মধ্যরাতে ঝড়ের আভাস

ডিডিপি ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে থেকে জানা গেছে আজ রাত ১ টার মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ৮ জুলাই আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় বরিশাল নোয়াখালী খুলনা পটুয়াখালী কুমিল্লা চৌদ্দগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমুহের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও আগামীকাল সকাল ৯ টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Exit mobile version