Site icon Daily Dhaka Press

এসএসসিতে জিপিএ-৫ কমেছে ৪৩ হাজার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গত কয়েক বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি জিপিএ-৫ পেয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৪৩ হাজার ৯৭ কম।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪.৯৫ শতাংশ।

বোর্ড ওয়ারি ২০২৪ ও ২০২৫ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির তুলনামূলক বিশ্লেষণ-

ঢাকা বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৭০৭৬ জন। মেয়ে ১৯৯৯২ জন। মোট ৩৭০৬৮ জন।
২০২৪ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থী ২২৩৭৪ জন। মেয়ে ২৬৮১৬ জন। মোট ৪৯১৯০ জন।

রাজশাহী বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১০৩৬৫ জন। মেয়ে ১১৯৬২ জন। মোট ২২৩২৭ জন।
২০২৪ : ছেলে ১২৫৭৯ জন ও মেয়ে ১৫৪৯৫ জন। মোট ২৮০৭৪ জন।

কুমিল্লা বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৪৪০৭ জন। মেয়ে ৫৪৯৫ জন। মোট ৯৯০২ জন।
২০২৪ : ছেলে ৫২৬৪ জন ও মেয়ে ৬৮৩৬ জন। মোট ১২১০০ জন।

যশোর বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৭০৩৮ জন। মেয়ে ৮৩৭২ জন। মোট ১৫৪১০ জন।
২০২৪ : ছেলে ৯৩৩০ জন ও মেয়ে ১১৪৩১ জন। মোট ২০৭৬১ জন।

চট্টগ্রাম বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৫৪৯০ জন। মেয়ে ৬৩৫৩ জন। মোট ১১৮৪৩ জন।
২০২৪ : ছেলে ৫০৭৩ জন ও মেয়ে ৫৭৫০ জন। মোট ১০৮২৩ জন।

বরিশাল বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৪২৯ জন। মেয়ে ১৬৮৫ জন। মোট ৩১১৪ জন।
২০২৪ : ছেলে ২৬৩০ জন ও মেয়ে ৩৫১৫ জন। মোট ৬১৪৫ জন।

সিলেট বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৭৯১ জন। মেয়ে ১৮২৩ জন। মোট ৩৬১৪ জন।
২০২৪ : ছেলে ২৬১৬ জন ও মেয়ে ২৮৫৫ জন। মোট ৫৪৭১ জন।

দিনাজপুর বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৭৫১৬ জন। মেয়ে ৭৫৪৬ জন। মোট ১৫০৬২ জন।
২০২৪ : ছেলে ৮৮৫৯ জন ও মেয়ে ৯২৪৬ জন। মোট ১৮১০৫ জন।

ময়মনসিংহ বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৩১২৬ জন। মেয়ে ৩৫৫২ জন। মোট ৬৬৭৮ জন।
২০২৪ : ছেলে ৫৯৫২ জন ও মেয়ে ৭২২৪ জন। মোট ১৩১৭৬ জন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৪৮৮৭ জন। মেয়ে ৪১৭৯ জন। মোট ৯০৬৬ জন।
২০২৪ : ছেলে ৬৭৩৯ জন ও মেয়ে ৭৪৬৭ জন। মোট ১৪২০৬ জন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
২০২৫ : জিপিএ-৫ পাওয়া ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২২৯১ জন। মেয়ে ২৬৫৭ জন। মোট ৪৯৪৮ জন।
২০২৪ : ছেলে ১৯৩৭ জন ও মেয়ে ৩১৪১ জন। মোট ৪০৭৮ জন।

Exit mobile version