Site icon Daily Dhaka Press

‘ভবিষ্যতের চলচ্চিত্র, বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারের আয়োজন

আনন্দলোক ডেস্ক : বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বাংলাদেশ চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে এক সেমিনারের আয়োজন করেছে। আগামীকাল ১২ই জুলাই শনিবার ‘ভবিষ্যতের চলচ্চিত্র, বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে।

সেমিনার শুরু হবে বিকাল ৩টায়। এতে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কচি। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক আব্দুল জলিল।

বিকেল ৩টা ৩০ মিনিটে ‘ভবিষ্যতের চলচ্চিত্র: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার প্রবন্ধ পাঠ ও অংশীজনের মধ্যে উন্মুক্ত আলোচনা হবে। বিকাল ৪টায় ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান সকলের সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। ৫টায় সিনেমাটি প্রদর্শিত হওয়ার মধ্য দিয়ে সেমিনারের সমাপনী টানা হবে।

Exit mobile version