এই টেলিফিল্মে একজন বাবার আত্মমর্যাদা, সমাজের অবিচার, মব জাস্টিস ও বাস্তবতার মুখোমুখি একজন নিরীহ মানুষের গল্পকে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে। সমাজের কিছু মানুষ যাকে "চোর" বলে গালি দেয়, তার মেয়ের চোখে সে একমাত্র সুপারম্যান এই দ্বৈত বাস্তবতা নিয়েই টেলিফিল্মটির মূল আবেগ।
রচনা ও পরিচালনায় আছেন সময়ের বাস্তবধর্মী জীবনভিত্তিক আলোচিত নির্মাতা রানা বর্তমান। প্রযোজনা করছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। প্রচারিত হবে চ্যানেল আই টেলিভিশন এবং চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্মে।
দক্ষ ও মেধাবী তথা দারুণ সব শিল্পীদের অভিনয়ে টেলিফিল্মটি পেয়েছে প্রাণ। অভিনয়ে রয়েছেন দক্ষ অভিনেতা আজিজুল হাকিম, সুষমা সরকার, এমিলি, গোলাম রাব্বানী মিন্টু, আব্দুল আজিম, তুহিন চৌধুরী, সাহিদুল সোহেল, রিমন সাহা, জামাল পাটোয়ারী, উকিল সহ আরও অনেকে।
চিত্রগ্রাহক আমির হামজা, সহকারী পরিচালক*: সাহিদুল ইসলাম সোহেল, সজীব, অঙ্গসজ্জায় আব্দুর রহিম। সম্পাদনা ও রং বিন্যাসে আরডি হৃদয় সহ গ্রাফিক্স ডিজাইন, মিউজিক ডিরেকশন, ড্রোন অপারেশন সহ অন্যান্য বিভাগে কাজ করেছেন একদল দক্ষ ও নিবেদিত টিম।
পরিচালক রানা বর্তমান বলেন, আমরা কেবল গল্প বলিনি, আমরা একজন বাবার কান্না, সমাজের চোখে তার অপমান, এবং তার সন্তানের নির্ভরতা সহ মব জাস্টিস একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তা পরিষ্কার ভাবে তুলে ধরেছি। এই গল্প হাজারো দর্শকের হৃদয়ে বাজবে-এই আমার বিশ্বাস।
টেলিফিল্ম “আমারও গল্প আছে” খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.