ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে কয়েকশ ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থী ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান মো. খায়রুল বাশারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।
বিদেশে উচ্চশিক্ষার নামে হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান মো. খায়রুল বাশারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে কয়েকশ ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে টালবাহানা-শিক্ষা নিয়ে প্রতারণা, চলবে না’, ‘বাশারের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় তারা বাশারের দেওয়া ভুয়া চেকের কপিও প্রদর্শন করেন।
শাহজাহান সরকার নামে এক অভিভাবক বলেন, “ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার ও তার কাউন্সিলররা আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর লোভ দেখান।
প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থীর কাছ থেকে ভুয়া অফার লেটার দেখিয়ে চার হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। কিন্তু তিনি আমাদের সন্তানদের বিদেশে পাঠাননি এবং চুক্তি অনুযায়ী টাকাও ফেরত দেননি।”
তাহমিনা আক্তার মুন্নী নামে আরেক অভিভাবক বলেন, “আমরা খায়রুল বাশারসহ অন্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছি। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। কিন্তু মামলার পর আসামিদের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বিএসবি অফিসের সামনে আমাদের মারধর করা হয়েছে। আমরা এর বিচার চাই।”
এর আগে গত ১৪ জুলাই অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুপুরের পর তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।