টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর সীমিত ওভারের ফরম্যাটে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে ট্রফি জিতে ঢাকায় ফিরলেন লিটন দাসরা।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কলম্বো থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে উড়াল দেন তাসকিন-মোস্তাফিজরা। তিন ঘণ্টার ফ্লাইট শেষে বেলা ১২টায় ঢাকায় পৌঁছে বাংলাদেশ দল।
এর আগে বুধবার (১৬ জুলাই) রাতে প্রেমাদাসায় শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেন লিটনরা।
এই ম্যাচ দিয়ে শেষ হলো এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা বাংলাদেশ দলের লঙ্কা সফর। অবশ্য দেশে ফিরেও ক্রিকেটারদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। কারণ, ঢাকায় তাদের জন্য অপেক্ষায় পাকিস্তান।
একদিন আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। আগামী রোববার (২০ জুলাই) থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। লঙ্কা থেকেই ফিরেই এবার লিটন দাসদের চোখ ঘরের মাঠে তিন ম্যাচের এই সিরিজের দিকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.