জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োটেক ক্লাবের আয়োজনে দিনব্যাপি উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
সেমিনারের প্রথম সেশনে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য একটি শক্তিশালী আবেদনপত্র প্রস্তুতের জন্য যা যা উপাদান প্রয়োজন সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী মেহেদী হাসান তুষার।
সেমিনারের দ্বিতীয় সেশনে ইউরোপের ইরাসমাস মুনডুস যৌথ মাস্টার্স প্রোগ্রাম নিয়ে প্রয়োজনীয় উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী তানজীম আহমেদ এবং আবু রাহাদ।
এর আগে বায়োটেক ক্লাবের কনফারেন্স সেক্রেটারি মো: জাহিদ বিন আবেদীন রুহান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলিফ মীরধা। তিনি বলেন, ’দেশের জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এবং জীবপ্রযুক্তি এর প্রতি মানুষের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বায়োটেক ক্লাব কাজ করে আসছে।আশা করি এই সেমিনারের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যাত্রা আরও সহজ হবে।’
এ সময় ক্লাবের মেন্টর ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক সিয়াম আহমেদ বলেন, ’যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায় তাদের জন্য এ ধরনের প্রোগ্রাম অত্যন্ত ফলপ্রসূ। বায়োটেক ক্লাবের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয় এবং ধারা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করি।’
এ সময় ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শাহেদুর রহমান বলেন, ’উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি এবং সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে এসে দেশের উন্নয়ন এবং বায়োটেকনোলজি এর বিস্তারে ভূমিকা রাখতে হবে।’
সেমিনার পরবর্তীতে ক্লাবের সভাপতি রিফাত আহমেদ শাকিল সেশন স্পিকারদের ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন,’বায়োটেক ক্লাব দেশে বায়োটেকনোলজির জ্ঞান প্রসারে এবং দেশের ভবিষ্যতের জীববিজ্ঞানী, বায়োটেক উদ্যোক্তা তৈরি এ ভূমিকা অব্যাহত রাখবে।’
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.