Site icon Daily Dhaka Press

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দিন কয়েক আগেই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্রামের খুব একটা সুযোগ পাননি ক্রিকেটাররা। আজ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে লিটন দাসের। ৯ ম্যাচ পর টসে জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টির একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরীফুল ইসলামের বদলে দলে ঢুকেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, ফখর আহমেদ, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

Exit mobile version