৪৮তম বিশেষ বিসিএসের (চিকিৎসক নিয়োগ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপ ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
রোববার (২০ জুলাই) রাত ১২টার দিকে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলাফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে দেখা ও ডাউনলোড করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ফলাফলে যুক্তিসংগত কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান রোববার বিকেলে বলেন, ফল দ্রুত প্রকাশের জন্য কমিশন কাজ করছে। রোডম্যাপ অনুযায়ী সোমবারের (২১ জুলাই) মধ্যেই ফল প্রকাশ হবে। তবে, প্রস্তুতি শেষ হলে আরও আগেও (রোববার রাতেও) প্রকাশিত হতে পারে।
গত ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
৪৮তম বিশেষ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের কথা রয়েছে।
এর আগে বিশেষ ৩৯ তম ও ৪২ তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।