রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১ জন নিহত এবং ২৫ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এরপর কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা।
দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার লিমা খান বলেন, ‘এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-7 বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান ছিল। বিমান বাহিনী কর্মকর্তা তৌকির ছিলেন বলে জানা গেছে, তবে তার সর্বশেষ অবস্থান এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে এবং ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।