কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করলে তা বাতিল হতে পারে। তবে তিনি মোট ছয়বার আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।
একজন ব্যক্তি কতবার সংশোধনের আবেদন করতে পারবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চারটা ক্যাটাগরিতে চারবার, তারপর সচিবের কাছে আপিল, তারপর কমিশনের কাছে আবেদন করা যেতে পারে। তার মানে ছয়বার করা যাবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধন আবেদন জটিলতার ধরন অনুযায়ী চারটি ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি ডিজি ক্যাটাগরিগুলো নিষ্পত্তি করেন। কোনো পর্যায়ে সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আবেদনকারী পরের ধাপগুলো অবলম্বন করতে পারেন। এনআইডি ডিজির পর ইসি ও কমিশনের কাছে আপিল করা যায়।
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এনআইডি সংশোধন আবেদন কখনো শূন্যে আসবে বলে আমি মনে করি না। তবে পরিমিত পরিস্থিতির মধ্যে আনতে পারবো। ৩১ মে পর্যন্ত যতগুলো আবেদন পেন্ডিং, সেগুলোকে আমি ৩১ আগস্টের মধ্যে কমপ্লিট বলবো। তার সংখ্যা ২৫ থেকে ২৬ হাজার। এটা হচ্ছে লং পেন্ডিং। কিন্তু যারটা বাতিল হলো তিনি তো ফের আবেদন করছেন। সেটা তো আবার নতুন হিসেবে আসবে। এটা থাকবেই৷
ডাটাবেজটা স্ক্যানিং করার কথা বলা হচ্ছে। একটা পর্যায়ে হয়তো এটি শূন্যে এসে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন আখতার আহমেদ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.