নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা গামী একটি সাদা মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ছয়জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন নারীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসচালক রুবেল হোসেনের নাম পাওয়া গেছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। বাকি নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাঁরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
নাটোর বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ও ঢাকাফেরত একটি ট্রাকের সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ইসমাঈল হোসেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.