Site icon Daily Dhaka Press

তৃতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিন শেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিনের বৈঠক আজ ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, আলোচনার প্রথম দিন শুরু হয় ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (ঢাকার সময় মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে) এবং শেষ হয় ওয়াশিংটন সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (ঢাকার সময় বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে)।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্ত্তজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয় দিনের আলোচনা আগামীকাল ওয়াশিংটন সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। এছাড়া কিছু কর্মকর্তা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা দলের নেতৃত্ব দেন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চ, যিনি ট্রেড ও ট্যারিফস বিষয়ক দায়িত্বে আছেন।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পুরো আলোচনাপ্রক্রিয়া সমন্বয় করে।

প্রস্তাবিত ৩৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক সংক্রান্ত চূড়ান্ত এই তৃতীয় দফা আলোচনা অংশ নিতে এস কে বশির উদ্দিনের নেতৃত্বাধীন একটি বাংলাদেশ প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের উদ্ধেশ্যে যাত্রা করেন।

Exit mobile version